নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পিকআপের ধাক্কায় ওসি মনি নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম হাবিবুর রহমান ও মা রহিমা বেগম। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর বলেন, সেলুনে চুল কাটিয়ে ফেরার সময় হঠাৎই সে দৌঁড় দেয়। এতে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৫