গুলশান হামলায় ব্যবহৃত গ্রেনেড তৈরির কাঁচামাল ও অস্ত্র সরবরাহ করার অভিযোগে বুধবার রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট রাজধানীর দারুসসালামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান। খবর বিডি নিউজের।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: মো. আবু তাহের (৩৭), মিজানুর রহমান (৩৪), মো. সেলিম মিয়া (৪৫) ও তৌফিকুল ইসলাম ওরফে ডা. তৌফিক (৩২)। এদের সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে জানান মো. মাসুদুর রহমান।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৫