রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা শিবিরের সভাপতি নাসির উদ্দিনসহ দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাতে রাফি নামের এক শিবিরকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর পদ্মা ছাত্রাবাস থেকে বিপুল পরিমান জিহাদী বইসহ নাসিরকে গ্রেফতার করা হয়।
নাসির উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম সিরিজের শিক্ষার্থী। শিবিরকর্মী তৌহিদুর রাফি ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার নাশকতার পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, বুধবার রাতে নগরীর সাধুর মোড়ে রাফি নামের এক শিবিরকর্মীকে আটক করি। রাফিকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা শিবির সভাপতি নাসিরের অবস্থান সম্পর্কে জানতে পারি। পরে বিষয়টি থানায় জনানো হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, শিবিরকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বালিয়াপুকুর এলাকার পদ্মা ছাত্রবাসে অভিযান চালিয়ে নাশকতার বিভিন্ন মামলার আসামি এবং রুয়েট শিবিরের সভাপতি নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকেই জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন