চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে জেএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ২১৫ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৭৩ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী।
মহানগরীসহ চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার ২১১টি কেন্দ্রে গতকাল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেন, ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৩ হাজার ২১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোন শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এ বছর জেএসসি পরীক্ষায় ১ হাজার ২২১টি স্কুলের ১ লাখ ৮১ হাজার ৬৫২ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৮১ হাজার ৮২৫ জন ছাত্র ও ৯৯ হাজার ৮২৭ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৬৩ হাজার ৯৮৯ জন, অনিয়মিত ১৭ হাজার ৬৬১ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও মানোন্নয়ন পরীক্ষায় ২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন