রাজধানীর মিটফোর্ডে আজ দুপুরে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর ও র্যাব-১০। এই অভিযানে আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ বিক্রির দায়ে কয়েকটি ফার্মেসিকে আর্থিক জরিমানাও করা হয়।
ড্রাগ সুপার সৈকত কুমার কর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আজ বাবু বাজারের রহিম মেডিসিন মার্কেটের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ ওষুধ বিক্রির দায়ে শাওন ট্রেডার্সকে ২ লাখ টাকা, বিক্রমপুর ট্রেডার্সকে ২ লাখ টাকা, বাশার ড্রাগ হাউজকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আরো কয়েকটি ড্রাগ বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এই অভিযান আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধও জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/9