চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুুরী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাঙালি জাতিসত্তাকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে মোস্তাক-জিয়া পরিকল্পিতভাবে হত্যা করেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতার আত্মত্যাগ, লড়াই-সংগ্রামের ফলে আওয়ামী আরো বেশী শক্তিশালী।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৭৫ পরবর্তী দীর্ঘ একুশ বছর সামরিক স্বৈরশাসক এ দেশে জংলী শাসন কায়েম করেছিল। পরবর্তীতে তাদের দোসররা জঙ্গিবাদ তৈরি করেছে। এদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রতিরোধ্যে লড়াইকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে আমাদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। তিনি বলেন, এখন গরীব রাষ্ট্র নয়, উন্নয়ন সম্ভাবনায় সফল রাষ্ট্র। তাই আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বিভেদের সীমা রেখা মুছে ফেলে এই সম্ভাবনাকে জাগিয়ে রাখতে হবে।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, নগর আওয়ামীলীগ নেতা জহিরুল আলম দোভাষ, রেজাউল করিম চৌধুরী, এম এ রশিদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর, জহরলাল হাজারী, থানা আওয়ামী লীগ নেতা হাজী সুলতান আহমদ চৌধুরী।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন