গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪৯) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকাল ৮টার দিকে ধীরাশ্রম দক্ষিণের আউটার সিগন্যাল এলাকায় রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১০