“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৭ম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা-২০১৬। জাবির প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার দিনব্যাপী এই বর্ণিল প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনের সামনে এ মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
এদিকে দিনভর গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই দর্শণার্থীদের ঢল নামে মেলা প্রাঙ্গনে। বিশেষ করে শিশু-কিশোরদের সরব উপস্থিতি মেলায় বিশেষ মাত্রা যোগ করে। মেলার বিভিন্ন কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্ণাঢ্য র্যালি, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শণী, ৮০ প্রজাতির প্রায় ২ হাজার জীবন্ত প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি আদলের ঘুড়ি উড়ানো, বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন এবং এ্যাওয়ার্ড প্রদান।
প্রসঙ্গত, প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাবির প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়ার একমাত্র এই প্রজাপতি মেলা।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-০৯