সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় লাইন মেরামতকালে মই থেকে পড়ে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত বিদ্যুৎকর্মী প্রণয় চন্দ্র দাসের (৪৫) বাড়ি মৌলভীবাজার জেলার সাদুবাড়ি এলাকায়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট-১ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের জানান, সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় ঝড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন প্রণয় চন্দ্র দাস। হঠাৎ করে তিনি মই থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে সহকর্মীরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৪ নভেম্বর ২০১৬/হিমেল-১৩