চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল মো. আবদুল করিম (৩০) নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী রুবেল দাশ (৩০) নামে অপর এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত করিম ও আহত রুবেল রাঙামাটি সদর থানায় কর্মরত ছিলেন।
আহত রুবেল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত করিম বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ছোট ভাই বলে জানা যায়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, মোটরসাইকেলে চড়ে করিম ও রুবেল নগর থেকে বাঁশখালী যাচ্ছিলেন। করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান করিম। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-১৪