জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, বিএনপিকে জামায়াত গিলে ফেলেছে। বিএনপির পেশাজীবীদের মধ্যে জামায়াত-শিবিরের অবস্থান দখল করে নেওয়ার মত। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার সময় এসেছে।
আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলানায়তনে জাসদের উদ্যোগে ‘জঙ্গবাদ নির্মূল ও জঙ্গি সঙ্গী বর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বাবুলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী অধ্যাপক ড. ওবায়দুল করিম দুলাল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, জাসদের প্রবীণ নেতা সুযষময় চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, উত্তর জেলা জাসদ নেতা আ.ফ.ম. মুফিজুর রহমান প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন নগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কবি অভিক ওসমান।
প্রধান অতিথি বলেন, "বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রা হয়েছে। দুর্ভিক্ষ, মঙ্গা নেই। ক্রিকেটে বিশ্বজয় করেছে। মেথর পট্টির মেয়ে এখন জেনেভায় গিয়ে কথা বলছেন। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।"
তিনি আরও বলেন, "‘ধর্ম যার যার উৎসব সবার’ এই শ্লোগানে সামাজিক আচরণ পালন সম্ভব হচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতা বাংলাদেশে অনেক হয়েছে। সম্প্রতি নাছির নগরের অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা এ ঘটনার ধিক্কার জানাই। একই সঙ্গে দায়ীদের শাস্তি দাবি করছি।"
ড. ওবায়দুল করিম বলেন, "জঙ্গিবাদ জাসদের একটি জাতীয় আন্দোলন। ছাত্র যুবক জনতার যাতে ‘ভায়োলেন্ট’ কার্যক্রমে জড়িত হতে না পারে তার জন্য সচেতনতা তৈরি ও কর্মসংস্থান সৃজন করতে হবে।"
রিয়াজ হায়দার চৌধুরী বলেন, "প্রগতিশীল পেশাজীবীর ছদ্মবেশে এনজিও, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা জঙ্গিদের সঙ্গী হচ্ছে। সরকার ও প্রশাসনকে তাদের ব্যাপারে সচেতন হতে হবে।"
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৪