আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা অপরাধী তাদের কঠোর শাস্তি পেতেই হবে।
আজ শুক্রবার বিকেলে বনানী স্কুল মাঠে গারোদের ওয়ানগালা (নবান্ন) উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, জুয়েল আরং এমপি প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘুদের উপর হামলা, প্রার্থণালয়, বাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব কঠোরভাবেই মোকাবেলা করা হবে।
ভয়কে জয় করতে হবে উল্লেখ করে তিনি বলেন, উদ্বেগের কোনো কারণ নেই। শেখ হাসিনা আপনাদের পাশে আছে। তার সরকার আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না।
সংখ্যালঘুদের অভয় দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা নিজেদের মাইনরটি ভাববেন না। আপনাদেরও সমান অধিকার আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই সমান।’
এর আগে সকালে পূজার মাধ্যমে গারোদের এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-২৩