সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কল্পনা আক্তার (২৩) নামে পোশাক তৈরী কারখানার এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার বখাটে যুবক। বৃহস্পতিবার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার জন্য লেল্টু মোল্লাকে প্রধান করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মামা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, "হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় কল্পনা আক্তার ও তার স্বামী আব্দুর রাজ্জাকের সাথে ভাড়াবাড়িতে থাকতেন। কল্পনা স্থানীয় এ্যাপারেলস ফোর নামের একটি পোশাক কারখানার কোয়ালিটি ইনচার্য হিসেবে কাজ করতেন। দুপুরে খাবার খাওয়ার জন্য বাসায় যাওয়ার সময় লেন্টু মোল্লা একটি ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।"
এ্যাপারেলস ফোর গামেন্টর্স কর্মি নাছিমা আক্তার বলেন, "লেল্টু মোল্লা এলাকার বখাটে। সে কল্পনাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে কল্পনা তার প্রস্তাব প্রত্যাক্ষান করে।"
কারখানা জেনারেল ম্যানেজার সামাদ আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, "দুপুরে খাবারের জন্য বিরতি দেওয়া হয়। এ সময় বাসায় ফেরারপথে বখাটে লেল্টু মোল্লা তার পথের গতিরোধ করে। এ সময় তিনি আবারো প্রেমের প্রস্তাব দিলে আবারও ওই নারী পোশাক শ্রমিক তার প্রস্তাব প্রত্যাক্ষান করে। পরে বখাটে লেল্টু মোল্লা উত্তেজিত হয়ে নারী পোশাক কারখানার শ্রমিককে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে জখম করে।"
এদিকে আটককৃত যুবক লেল্টু মোল্লা সকালে বিভিন্ন পত্রপত্রিকা পড়ে জানতে পারে যে কল্পনা মারে গেছে। সে আরো বলেন, "আমার প্রেমের প্রস্তাব কল্পনা প্রত্যাক্ষান করায় তিনি তাকে মেরে ফেলি।" মাত্র ৫০ টাকা দিয়ে একটি ছুরি কিনে নিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে মেরে ফেলার কথা স্বীকার করে তিনি বলেন, "আমি মেরেছি। এবার আমার ফাসিঁ হলে আমার কোন অভিযোগ নেই। "
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।"
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫