বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত শক্তি অনেক। এদেশের মানুষ অনেক পরিশ্রমী ও মেধাবী। এ মেধাবী মানুষেরাই উন্নয়নের মূল চালিকা শক্তি।
আজ শুক্রবার ঢাকায় ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র কর্তৃক আয়োজিত ক্যাম্পাস সততা পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মানুষের এ মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আশাবাদ ব্যাক্ত করে স্পিকার বলেন, ‘ইতোমধ্যে আমরা নিম্ন আয় থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। পরবর্তিতে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার মাধ্যমে দেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’
অনুষ্ঠানে সমাজে স্বচ্ছতা-জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরীকে ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের সততা সম্মাননা পুরষ্কারে ভূষিত করা হয়।
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্রের মহাসচিব ড. এম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, ড. আলমগীর মতি, ড. নাজনীন আহমেদ, ড. এম হারুনুর রশীদ প্রমুখ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-২৪