রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৌহিদুর রহমান পিয়াল নামের এক ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে এই ঘটনা ঘটে।
পিয়াল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমীরুল ইসলাম মিলনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, ‘পিয়াল শুক্রবার রাতে স্টেশন বাজারে হোটেল থেকে রাতের খাবার খেয়ে বের হচ্ছিলেন। এ সময় ২০-২৫ জন দুর্বৃত্ত তাকে পাশের এক গলিতে ডেকে নিয়ে গিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘ছাত্রলীগ কর্মীর ওপর বর্বরোচিত এ হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করা হবে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-০২