রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে মহাখালী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লাইন পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে চেকের লুঙ্গি ছিল বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার (কামলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-১১