রাজধানীর দারুসসালামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দারুসসালাম থানাধীন মাজার রোডে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়। নিহত নারীর পরনে প্রিন্টের শাড়ি ছিল।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হামসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৪