রাজশাহী মহানগরীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আল মামুনের (৪৮) কান কেটে নিয়েছে মাদকসেবী এক যুবক। পরে স্থানীয়রা রাসেল আলী (৩৩) নামে ওই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রাসেল ওই এলাকার শফিকুল ইসলাম ওরফে শফির ছেলে।
শুক্রবার বিকালে নগরীর উত্তর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আল-মামুন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের পর তার ডান কান পুরোটাই কেটে বাদ দিতে হয়েছে।
আল-মামুনের ছোট ভাই কোরবান আলী জানান, শুক্রবার আসরের নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন আল-মামুন। এ সময় রাসেল আলী মুসল্লিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মামুন তার প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে একটি কিরিচ মামুনের ওপর হামলা চালায়। কিরিচের আঘাতে মামুনের ডান কানের অধিকাংশ কেটে যায়।
এ সময় স্থানীয়রা রাসেলকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, মামুনের কানের কাটা অংশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার পরিবার মামলা দায়ের করেছে। রাসেলকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ