রাজধানীর বংশাল থানার সূরিটোলা এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার কিছু আগে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আকতার (২৫)। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আজগর আলীকে আটক করেছে পুলিশ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "খবর পেয়ে সূরিটোলার ওই বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
ওসি নূরে আলম আরও জানান, "সিদ্দিকীএ ঘটনায় নিহতের স্বামী অভিযুক্ত আজগর আলীকে আটক করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১১