বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে আগামিকাল রবিবার জেএসসি'র ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গভীর সমূদ্রে সৃস্ট গভীর নিম্নচাপের কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চলে ২দিন ধরে দুর্যোগপূর্ন আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী সমূদ্রে সৃস্ট ঘূর্নিঝড়টি রবিবার ভোরে বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যেতে পারে। এ অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থী এবং কেন্দ্রে শিক্ষক-শিক্ষার্থী ও বাহিরে অবস্থানরত অভিভাবকরা ঝূঁকিতে পড়তে পারে। তাই বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সব কিছু বিবেচনা করে জেএসসি’র আজকের সকালের ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করে আগামী ১২ নভেম্বর ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় পুননির্ধারন করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এই বিভাগের ৬ জেলার ১৬২টি কেন্দ্রে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৭৬২ জন মেয়ে এবং ৫৪ হাজার ৩৯০ জন ছেলে।
বিডি-প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫