চট্টগাম মহানগরের ফুটপাত হকারমুক্ত করতে নিবন্ধিত হকার্স সংগঠনের তালিকা বাছাইপূর্বক হকার নির্ধারণ, পরিচয়পত্র প্রদান, নির্ধারিত সময় ও স্থানে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি সম্মিলিত কমিটিও গঠন করা হবে।
বুধবার দুপুরে চসিকের নগর ভবনের সম্মেলন কক্ষে নগরের ফুটপাত-সড়ক সর্বসাধারণের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনা’ শীর্ষক মতবিনিময় সভায় সিদ্ধান্তগুলো নেয়া হয়।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, এডিসি ট্রাফিক (পূর্ব) মো. আকরাম হোসেন, এডিসি ট্রাফিক (পশ্চিম) ছত্রধর ত্রিপুরা, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, পাহাড়তলী শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. শফি বাঙালিসহ চট্টগ্রাম হকার্স ঐক্য পরিষদের আওতাভুক্ত নিবন্ধিত সংগঠন সমুহের নেতৃবৃন্দ।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ফুটপাতে শৃঙ্খলা আনতে হকার উচ্ছেদের কোন পরিকল্পনা নেই। তবে সর্বসাধারণের নির্বিগ্নে চলাচল, যানজট নিরসন, নগরীর সৌন্দর্য বর্ধন এবং হকারদের জীবন জীবিকার স্বার্থ বিবেচনা গুরুত্ব দেওয়া হবে। হকার নেতৃবৃন্দ নগরীর ৬০ লক্ষ নগরবাসীর স্বার্থ বিবেচনা করে চসিকের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে বলে আমরা মনে করি।