চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান সামরিক ও আধা সামরিক বাহিনীর পোশাক তৈরির কাপড় জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকেলে নগরীর টেরিবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক ফেব্রিকস, বাগদাদ ক্লথ স্টোর, মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এবিপিএন, আনসার বাহিনীর পোশাকের কাপড়ের সদৃশ চার হাজার ৯৩৬ গজ কাপড় জব্দ করা হয়েছে। সামরিক ও আধা সামরিক বাহিনীর কাপড় বিক্রির অভিযোগে ইউনিক ফেব্রিকস ও বাগদাদ ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকা করে এবং মহরম ক্লথ স্টোর ও তাহের ক্লথ স্টোরকে ২০ হাজার ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ