পাথর উত্তোলন করতে গিয়ে এবার মাটি চাপায় সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে দুই শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাফলংয়ের সংগ্রামপুঞ্জি এলাকায় গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে এ দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের মদরিছ আলীর ছেলে কামরুজ্জামান ও একই গ্রামের জিহাদুর রহমানের ছেলে তাজ উদ্দিন।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ওই এলাকায় গর্ত করে গত কয়েকদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। রবিবার বিকেলে পাথর উত্তোলনের সময় ওপর থেকে মাটি ধসে পড়লে গর্তের ভেতর দুই শ্রমিক মারা যান।
এর আগে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলায় ৬ জন, বিছানাকান্দিতে ৩ জন ও লোভাছড়ায় ১ শ্রমিকের মৃত্যু হয়েছিল।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব