চট্টগ্রাম মহানগরের শেখ মুজিব রোডের কর্ণফুলী সিডিএ মার্কেটের মূল ফটকের বিপরীতে একটি ডাস্টবিন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহ দুটি দেখে পুলিশকে খবর দেয়।
২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন ডাস্টবিনে একজোড়া নবজাতকের মরদেহ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এরপর স্থানীয় কবরস্থানে মরদেহ দুটি দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার