চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার থেকে যুবলীগ ক্যাডার সন্ত্রাসী আলাউদ্দিন আলোকে (৩০) একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, আলো যুবলীগের নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম করে। একটি হত্যাসহ তার বিরুদ্ধে চারটি মামলা আছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলায় দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার