কুমিল্লা সিটি করপোরেশন নিবার্চনে ১১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে একজন, কাউন্সিলর পদে ৯ জন ও সংরক্ষিত পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ ও প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ