তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত চেতনায় উদ্বুদ্ধ করা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পবিত্র দায়িত্ব। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ভাষা আন্দোলনের মাসে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে আলোকিত মানুষ গড়া। আর এজন্য প্রয়োজন মূল্যবোধে উদ্দীপ্ত জীবন। দেশের জন্য ভালোবাসা বুকে নিয়ে সততার আদর্শে বলীয়ান মানুষই সর্বজন শ্রদ্ধেয়।
আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে জীবনে কিছু অর্জন করতেই হবে। মহীরুহের মতো বড় না হতে পারলেও দেবদারু, নয়তোবা ঘাসফুলের মতো হয়েও মানুষের সেবায় আত্মনিয়োগের মাঝেই হোক তোমাদের জীবনের জয়গান। অবাধ তথ্যপ্রবাহ ও বিশ্বায়নের এই যুগে ভালো-মন্দ বিচারবোধ না থাকলে জীবন সংগ্রামে জয়ী হওয়া সম্ভব নয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সভাপতি কাজী জামিল আজহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর।
বিডি প্রতিদিন/এ মজুমদার