চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিএনপি-যুবদল-ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বহুল আলোচিত গুডস হিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর পারিবারিক বাস ভবন গুডস হিলে অভিযান চালানো হয়। অভিযানে বিএনপি-যুবদল-ছাত্রদলের ১৬ নেতা কর্মীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অনেকেরই নাশকতার মামলা রয়েছে। তাদের যাছাই বাছাই করে গ্রেফতার দেখানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার