রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় ফুয়াদ হোসেন আকাশ (১৮) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ফুয়াদ হোসেন আকাশ স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। আগামী এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। তার বাবার নাম আবুল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ গাজীপুর থেকে একটি ট্রেনে করে ঢাকায় আসছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় আকাশ ট্রেন থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার ঢাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক বলেন, আমরা বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম