প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিশিষ্টজনদের সম্মাননা দিয়ে আসছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এরই ধারাবাহিকতায় এ বছর মানবতার সেবায় অনন্য ভূমিকা রাখা সিআরপির প্রতিষ্ঠাতা ভেলোরি টেলর ও ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজকে সম্মাননা দিয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।
মঙ্গলবার বিকালে রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই নারীকে সম্মাননা জানানো হয়।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এসআইবিএল চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক দু’জনের হাতে সম্মাননা স্মারক ও প্রত্যেককে দুই লাখ টাকার চেক তুলে দেন।
এই সম্মাননার পাশাপাশি এই দুই মহীয়সী নারীকে আরও ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/মাহবুব