গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় জেএমবি সদস্য মিজানুর রহামানকে ৭ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, জেএমবি সদস্য মিজানুর রহামানকে রাজধানীর দারুসসালাম থানার ৭(১১)১৬ নম্বর মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে আসামির কাছ থেকে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/মাহবুব