কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের আজ শেষ দিনে ২৬ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ১শ’ ৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া কোন মেয়র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি।
১৫ মার্চ কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ মার্চ সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল