দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ২০হাজারের বেশি শিক্ষার্থীর প্রতিষ্ঠান কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কলেজ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।
বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. রাজু আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক নিলুফার সুলতানা, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি আলী আকবর মাসুম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, কুমিল্লা নারী উন্নয়ন কেন্দ্রের সভাপতি রাশেদা আখতার, সুজন কুমিল্লার সহ-সাধারণ সম্পাদক মায়মুনা আক্তার রুবী, রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি মাহফুজ নান্টু, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, আলাউদ্দিন আজাদ, তৈয়বুর রহমান সোহেল, কলেজের হিসাব বিভাগের আবদুল হান্নান, কলেজ ছাত্রী ইসরাত জাহান ইমা প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন