আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয় নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের এমপি ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক ড. মাসুদুল হাসান খান মুক্তা, রাবি শিক্ষক অধ্যাপক হাছানাত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্ত, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, উত্তরা প্রতিদিনের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাবলু, লেখক প্রশান্ত সাহা, বিএফইউজে সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, কেবল টিভি দর্শক ফোরামের মহাসচিব শাহাদৎ হোসেন মুন্না, কবি শামীম হোসেন ছাড়া বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানান রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুর।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব