আনন্দ উৎসবের মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে ফিরে এসে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক।
মতাদর্শ ভুলে রাজনৈতিক নেতারা পরস্পরকে কেক খাইয়ে উদযাপন করেন তাদের প্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় অতিথিরা দেশের শীর্ষস্থানীয় পাঠকনন্দিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রশংসা করে বলেন- অতীতের মতো পত্রিকাটি আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে দেশের বঞ্চিত মানুষের কথা বলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আবদুস শহীদ লস্কর বশীর, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সিটি কাউন্সিলর ও প্রেসক্লাব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মতুর্জা চৌধুরী, যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রশীদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার, মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার, ক্রীড়া সংগঠক আবদুল কাদির, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পারভেজ, যুবলীগ নেতা এস আর শাওন, সিলেট কল্যাণ সংস্থার বিষ্ণু, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন, সামাজিক সংগঠন চেইজবিগিনস’র প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল জামান, সভাপতি তামিমুল করিম হৃদয়, সমাজকর্মী জহিরুল ইসলাম, সমাজকর্মী ইমতিয়াজ রহমান ইনু, সমাজকর্মী শিব্বির আহমদ, বাংলাদেশ প্রতিদিন’র পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন সিলেটের সাধারণ সম্পাদক মারুফ খান মুন্না, সদস্য আবদুর রহমান সানি।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সালাম মশরুর, চ্যানেল এস’র বিশেষ প্রতিনিধি আবদুল মালিক জাকা, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং দৈনিক মানবজমিন ও একুশে টিভির ব্যুরো প্রধান ওয়েছ খছরু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, বাংলাভিশনের ব্যুরো প্রধান শামসুল ইসলাম শামীম, দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বাংলাদেশ প্রতিদিন’র নিজস্ব আলোকচিত্রি ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি নাজমুল কবীর পাভেল, দৈনিক ডেসটিনির সিলেট প্রতিনিধি আনন্দ সরকার, বাংলানিউজের সিনিয়র করসপনডেন্ট নাসির উদ্দিন, দৈনিক কালেরকন্ঠের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া ফজল, দৈনিক যায়যায়দিনের ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক কাইয়ূম উল্লাস।
জেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার ও জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, রিয়েলটাইমস২৪ডটকম’র সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার মোস্তাফিজ রুমান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বি, সিলেটভিউ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল নোমান, এসএনপি স্পোর্টস’র নির্বাহী সম্পাদক কাইয়ূম আল রনি, সিলেটকন্ঠ২৪ডটকম’র স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, দৈনিক মানবজমিনের আলোকচিত্রি সৈয়দ রফিকুল ইসলাম সুজন, চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার বেলাল আহমদ, সুজাত আহমদ, দৈনিক আমাদের অর্থনীতির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি মোয়াজ্জেম সাজু, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি মাইনুল ইসলাম টিটু, রাইজিংবিডি ডটকম’র নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম কামাল।
দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার সুলতান সুমন, দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ, দৈনিক সিলেট সুরমার স্টাফ রিপোর্টার আবদুল আহাদ, স্পোর্টস রিপোর্টার দিব্য জ্যোতি সী, আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান মখলিছ, গাজী টিভির ক্যামেরাপার্সন ছয়ফুল আলম অপু, বাংলাদেশ প্রতিদিনের শাবিপ্রবি প্রতিনিধি আসাদ্জ্জুামান নয়ন, সিলটিভি’র স্টাফ রিপোর্টার হেনা মমো, সিলেটভিউ২৪ডটকম’র এমসি কলেজ প্রতিনিধি কাওছার আহমদ, দৈনিক যুগভেরীর আলোকচিত্রি মনিরুজ্জামান রনি, চ্যানেল এস’র ক্যামেরাপার্সন মাহবুবুর রহমান মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন