কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এছাড়া বুধবার দুপুরে সাভারে বিরুলিয়ার আক্ররান উচ্চ বিদ্যালয়ে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আক্রান বাজারে এসে শেষ হয়।
বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্ররান উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মাদ।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব