কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৩জন মেয়রসহ ১৬৪জন কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে ১২৪জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০জন ।
বুধবার দুপুরে নগরীর টাউন হলে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।
প্রথমেই আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমাকে নৌকা প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কমিশনার রকিব উদ্দিন মণ্ডল। পরে তিনি ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কুকে। অপরদিকে মেয়র প্রার্থী জেএসডির শিরিন আক্তার পেয়েছেন তালা প্রতীক।
রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ১শ’ ৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেন।
এদিকে টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর পরই আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন প্রার্থীরা। আগামী ৩০ মার্চ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমা প্রতীক পেয়ে সাংবাদিকদের বলেন, কুমিল্লাকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নৌকাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।
এদিকে বিএনপি মনোনীত মনিরুল হক সাক্কু বলেন, সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহবান জানাচ্ছি।