দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় আনন্দঘন সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা প্রেসক্লাবে এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ সময় খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, সাংবাদিক নেতা এসএম নজরুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, মুন্সি মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু, রাজনৈতিক ব্যক্তিত্ব ফকির সাইফুল ইসলাম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মানবাধিকার কর্মী আইনজীবী মোমিনুল হক, সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ, এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বলেন, মানুষের সর্বাধিক পছন্দের এই পত্রিকাটি দেশের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে পজেটিভ বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে। আগামী দিনেও তাদের এই কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, শিল্প-সাহিত্য সংস্কৃতি, রাজনীতি ও অনুসন্ধানী সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে।
এদিকে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় পত্রিকটি খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা তুলে সমাধানের পদ দেখাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
এর আগে, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রায় সাড়ে ৩শ’ সদস্যকে নিয়ে ব্যতিক্রমী বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন সংগঠনের সভাপতি আনোয়ার হেসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব