বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বরিশাল ব্যুরো অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক।
ব্যুরো প্রধান রাহাত খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক দুই সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ ও সমকাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, সাবেক সহ সভাপতি গোপাল সরকার, প্রথম আলো বরিশাল অফিস প্রধান সাইফুর রহমান মিরন এবং বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ। এ ছাড়া আমেরিকা প্রবাসী ব্যবসায়ী রফিকুল ইসলাম জাকিরসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক জন্মদিনে বাংলাদেশ প্রতিদিন পরিবার, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন স্বল্পমূল্যে জনগণের কাছে সংবাদ পৌঁছে দেয়। বাংলাদেশ প্রতিদিন পড়লে আর কোন পত্রিকা পড়ার প্রয়োজন হয় না। কারণ এই পত্রিকাটিতে সব ধরনের খবর পাওয়া যায়।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাংলাদেশ প্রতিদিন তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৭/মাহবুব