নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নজরুল ইসলাম (৩৩) নামে এক যাত্রী নিহত ও আরো অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা থানার হাটবন্ধ এলাকার তৈয়ব আলীর ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুদ্দুস মিয়া জানান, ভোরে শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নামে ওই যাত্রী নিহত হন।
দুর্ঘটনা কবলিত ওই বাস ও ট্রাককে জব্দ করা হয়েছে বলেও জানান এএসআই কুদ্দুস মিয়া।
বিডি প্রতিদিন/১৬ মার্চ ২০১৭/এনায়েত করিম