সিলেটের জাফলংয়ে অবৈধভাবে গর্ত থেকে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় আরও দুই শ্রমিকের প্রাণহাণি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর তীরবর্তী নয়াবস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এর আগে গত ৮ মার্চ জাফলংয়ে একইভাবে গর্ত করে পাথর উত্তোলন করতে গিয়ে মন্দিরবস্তি এলাকায় মাটি চাপায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
নিহতরা হলেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজারের মেখই মিয়ার ছেলে আকরাম হোসেন (৩৫) ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নয়াবস্তি এলাকায় বোমা মেশিন দিয়ে করা একটি গর্ত থেকে পাথর উত্তোলন করতে যায় শ্রমিকরা। এসময় উপর থেকে মাটি ধসে পড়লে চার শ্রমিক চাপা পড়েন। এর মধ্যে আকরাম ও লেছু মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর দুই শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়ে জাফলংয়ে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বিডি-প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/মাহবুব