ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারির ১০৩ নম্বর ওয়ার্ডের পেছনের একটি বাথরুম থেকে কাপড় পেঁচানো পলিথিনের ভিতর থেকে মৃত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংবাদ পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
শফিকুল ইসলাম জানান, "ঢাকা মেডিকেল থেকে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নবজাতকের মরদেহ দেখতে পাই। মরদেহ দেখে মনে হচ্ছে, মৃত নবজাতক মাতৃগর্ভে অপূর্ণ ছিল। মৃত নবজাতকের বয়স ছয় মাস হতে পারে।"
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০