বরিশালে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন জাতির পিতার ম্যুরালে আলোক প্রজ্জ্বলন এবং পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজ শেখ মারুফ হাসান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তারা পুষ্পমাল্য অর্পন করেন।
এদিকে আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ এবং ৯টায় মহানগর আওয়ামী লীগ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করবে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলে আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ১১টায় নগরীর সদর রোডের সিটি কলেজ চত্ত্বরে বঙ্গবন্ধু শিশু মেলার উদ্ধোধন করবেন মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
অপরদিকে বিশেষ এই দিনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আজ সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিশু যত্ন কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হক।
এছাড়াও নানা আয়োজনে বরিশালে জাতির জনকের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালন করছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ