জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিনামূল্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওচিত্র ‘পিতা’র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় হাজার শিশু-কিশোরসহ আগ্রহীরা বিনামূল্যে এ প্রদর্শনী উপভোগ করতে পারবেন।
ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিশেষ উৎসাহে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ নির্মিত এই ত্রিমাত্রিক ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজক বেসরকারি বাণিজ্যসংস্থা ওকে ওয়ার্ল্ড।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র প্রধান নির্বাহী অভিনেতা আফজাল হোসেন, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা স্টার সিনেপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে এ প্রদর্শনী উদ্বোধন করবেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ