রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরের এ বিস্ফোরণের ঘটনায় রাতেই র্যাব সদরদফতরের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ২১। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। শুক্রবারের ওই বিস্ফোরণে দুই র্যাব সদস্যও আহত হন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ