আগামী বাজেটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বেতন ৫ গুণ বাড়ানোর যে প্রস্তাব অর্থমন্ত্রী দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রমৈত্রী। বুধবার সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানায় রাজশাহী মহানগর ছাত্রমৈত্রী। বেতন বাড়ানো হলে অনেক দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়বে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নগরীর শহীদ জামিল আকতার রতন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর ছাত্রমৈত্রী সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক তামিম শিরাজী, বিক্রম আদিত্য বর্মন, ইয়াসিন বাধন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/হিমেল