সিলেট মহানগরীর দরগাহ মহল্লা থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে দরগাহ মহল্লার হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়া থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা ১১টি মর্টার শেল দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরও মর্টার শেল থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকৃত মর্টার শেলগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের বলেও জানান তিনি।
এনামুল হাবীব আরও বলেন, দেখে মনে হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধকালীন মর্টার ও শেল।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম