সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজন নিহত হওয়ার মামলায় হুজি নেতা দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির রায় বুধবার রাতে যেকোনো কার্যকর হতে পারে বলে জানা গেছে।
এরই অনুষ্ঠানিকতায় বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রিপনের পরিবারের ২৫ সদস্য সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন। এর মধ্যে কয়েকজন নারী ও শিশু ছিলেন। দুটি মাইক্রোবাস ও একটি সিএনজি অটোরিকসাযোগে তারা কারাগারে প্রবেশ করেন।
এরআগে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জঙ্গি রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচের কাগজপত্র আসে সিলেট কেন্দ্রীয় কারাগারে। এরপর কারা কর্তৃপক্ষ আবেদন নাকচের চিঠিটি পড়ে শোনান। বিকেলে রিপনের সাথে দেখা করেন তার মা ও বাবাসহ পরিবারের ৬ সদস্য। তবে ওই সাক্ষাতটি রিপনের সাথে তার পরিবারের শেষ সাক্ষাত ছিল না বলে জানিয়েছিলেনন সিনিয়র জেল সুপার ছগির মিয়া।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব