সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়ির সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা সামান্য লোক নয়। এরা প্রভাবশালী ও ক্ষমতাধর।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যারা ফিটনেসের কথা বলেন, তারাই আবার অন্যায়ভাবে ফিটনেসবিনহীন গাড়ি চালান। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাই গাড়ি বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করেন। তখন সরকারের অভিযান ব্যর্থ প্রমাণিত হয়।
মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, গাড়ি মালিকদের ডাকলেও তারা প্রাথমিকভাবে আসেন না, অনেক পরে আসেন। এর সঙ্গে অনেক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় রয়েছে।
পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো দাবি করে ওবায়দুল কাদের বলেন, গতকালের তুলনায় আজ রাস্তায় গাড়ি বেড়েছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে সচিবালয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে ডাকা হয়েছিলো। এছাড়া মালিক সমিতিরও দু’তিনজনের সঙ্গে তার কথা হয়েছে। চলমান অভিযান জনস্বার্থে পর্যালোচনা করতে বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব