রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহেন শাহ বলেন, সোমবার রাত ১০টায় স্বামী-স্ত্রী ও সন্তান পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে একজন পুরুষ ও এক শিশু হোটেলে উঠে। এরপর মঙ্গলবার সকালে ওই নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ১২টা থেকে ভোর ৩টার মধ্যে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ওই নারীর গলার ক্ষত ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
মো. শাহেন শাহ বলেন, খাতায় ওই নারীর নাম পুষ্পা (৩০) ও পুরুষটির নাম দুর্জয় (৪০) লেখা রয়েছে। তবে এই নামগুলো সঠিক নয়। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব